২১ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠির কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান ও মো.মনির হোসেন নামে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালীতে তিনি মরিচবুনিয়া পল্লীবিদুৎ অভিযোগ কেন্দ্রের ইর্নচার্জ ও মো.মনির হোসেনের বাড়ি কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে তিনি ওই অফিসের লাইনম্যান।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান জানান, বিদ্যুত লাইন মেরামতের কাজ করছিলেন পল্লী বিদ্যুতের দুই কর্মী৷ হঠাৎ করে তারা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
কাঁঠালিয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম বলেন,এঘটনায় একটি অপমৃত্যু মামলা রজু করা হবে এবং নিহত দুই ব্যক্তির স্বজনদের চাহিদা অনুযায়ী লাশের ময়না তদন্ত করা হবে।