২১ নভেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাদ্য গুদামে বোরো চাউলের মধ্যে আমন চাল পাওয়ায় ২ নং গোডাউন সিলগালা করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বুধবার (২ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করে দেন। অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ গোলাম মাওলা।
জানা গেছে, নলছিটি খাদ্য গুদামে ১৬০ মেট্রিক টন পুরাতন আমন চালকে নতুন বোরে চাল দেখিয়ে ২নং খাদ্য গুদামে ৪ টি খামালে সংরক্ষণের মাধ্যমে গুদাম কর্তৃপক্ষ ২২ লক্ষ ৪০ হাজার টাকার আত্মসাৎতের অভিযোগ পেয়ে দুদুক অভিযান পরিচালনা করেন।দুদুক অভিযান চালিয়ে বোরো চাউলের মধ্যে আমন চাল রাখার প্রাথমিক সত্যতা পায়।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, কি পরিমানে আমন চাল আছে সেটার পরিমান পাওয়া যায়নি। তবে বোরে চালের মধ্যে আমন চালের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে আমরা গুদামটি
সিলগালা করেছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।