২১ নভেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃদর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের উদ্যোগে দর্শনা থানার বিদায়ী ইনচার্জ অফিসার ফেরদৌস ওয়াহিদ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সকালে গণ উন্নয়ন গ্রন্থগারের পরিচালক কবি আবু সুফিয়ানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইনচার্জ অফিসার ফেরদৌস ওয়াহিদ, বিশিষ্ট কলামিস্ট ও ক্রীড়াবিদ গিয়াস উদ্দিন পিনা,উথলী কলেজের প্রভাষক টিপু সুলতান প্রমুখ। অতিথিবৃন্দ বলেন,
দর্শনায় যখন পুলিশ তদন্ত কেন্দ্র ছিল, তখন আইসি হিসেবে ফেরদৌস ওয়াহিদ দায়িত্বে ছিল।সেই তিনিই দর্শনা থানার রুপান্তরিত হলে ৩০মে ওসি হিসেবে যোগদান করেন।আবার৩০ জুলাই বদলী জনিত কারণে বিদায় নিয়ে নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা ডিবিতে চলে গেলেন।