২১ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটির পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন গ্রামবাসী। বর্ষায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে ও গ্রামের স্কুলসহ আশপাশের কলেজে যেতেও দুর্ভোগ পোহাতে হয়।
দুর্ভোগ দূর করার জন্য গ্রামবাসী রাস্তাটি নির্মাণ করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে ধর্না দিলেও রাস্তা নির্মাণের বিষয়ে কোনো সাড়া মেলেনি। তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন । নেমে পড়লেন স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার কাজে।আর এতে সহযোগিতায় এগিয়ে এলেন ওই এলাকার প্রবাসী সাইদুল ইসলাম।
স্থানীয় যুবক বালী তাইফুর রহমান তূর্যের নেতৃত্বে পুলেরহাট থেকে সূর্যপাশা মোনাইবাড়ি সড়কের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়ি ও সাবেক পৌরসভার চেয়ারম্যান সুলতান আহমেদ এর বাড়ি সংলগ্ন রাস্তাটি সংস্কার করেন তারা।
শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত নাজমুল হোসেন রূবেল বলেন, দীর্ঘদিন ধরে কষ্টে ভুগছিলাম আমরা।আমার বাবার পায়ে ব্যথা থাকায় হেটে চলাচল করতে খুবই কষ্ট হয়। রাস্তাটি ভাঙা থাকার কারনে ভ্যানগাড়ি পর্যন্ত চলে না। অন্তত ভ্যানগাড়ি চলাচল করলেও চলতে পারতাম,রাস্তাটি মেরামতের কারনে এখন চলাচলে সুবিধা হবে।
ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান,রাস্তাটি দিয়ে গোহালকাঠী,মালোয়ার,শংকরপাশা ও সূর্যপাশা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।আজকে সংস্কার হওয়ায় কিছুটা কষ্ট দূর হয়েছে।
স্বেচ্ছাসেবী নিয়ে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া যুবক বালী তূর্য বলেন, রাস্তাটি দিয়ে দিয়ে চার গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন । শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করতে হয়।কর্তৃপক্ষ কোনো কর্নপাত না করায় বাধ্য হয়েই আমরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।এতে সাইদুল ইসলাম ভাই আমাদের সহযোগিতা করেছেন।