২১ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মামাতো বোনকে ধর্ষনের অভিযোগে মো. রাব্বি মোল্লা(২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার(২৯জুলাই) তাকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দপদপিয়া এলাকার মো:আনোয়ার মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী সম্পর্কে রাব্বি মোল্লার মামাতো বোন । আত্বীয় হওয়ার সুবাদে সে সেই বাড়ীতে প্রায় আসা যাওয়া করতো একপর্যায়ে তার সাথে মামাতো বোনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের কারনে গত ৬ জুলাই বৃহস্পতিবার (২০২৩ইং) রাতে তার মামাতো বোনকে নিজ বাড়ীর রান্না ঘরে বসে জোর করে ধর্ষন করেন। পরে প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে সে তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে প্রেমিকা গত ২৫ জুলাই মঙ্গলবার (২০২৩ইং) নলছিটি থানায় হাজির হয়ে নিজে বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর থেকেই মো. রাব্বি মোল্লা পলাতক ছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টীম তাকে চট্রগামের জোরানগঞ্জ থেকে গ্রেফতার করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আতাউর রহমান জানান,মো. রাব্বি মোল্লার বিরুদ্ধে নিজ মামাতো বোনকে ধর্ষনের অভিযোগে একটি মামলা দেয়া হয়েছে সেই মামলায় তাকে চট্রগ্রাম থেকে স্থানীয় পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। রবিবার(৩০জুলাই) তাকে ঝালকাঠির জেল হাজতে প্রেরন করা হয়েছে।