২১ নভেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সোমবার ৩১ জুলাই বিকেলে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গত ২৯ জুলাই ২০২৩ তারিখ ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপি-পুলিশ সংঘর্ষ ও দুষ্কৃতকারী কর্তৃক দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জনসমাবেশ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
বিএনপি’র আহবায়ক এ্যাডঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাডঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় কেন্দ্র ঘোষিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য বৃন্দ এবং ঝালকাঠি পৌর বিএনপি,ঝালকাঠি সদর উপজেলা বিএনপি,নলছিটি পৌর বিএনপি,নলছিটি উপজেলা বিএনপি সহ জেলা ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দল,মহিলা দল,কৃষক দল,তাতী দল,মৎসজীবী দল,জিয়া মঞ্চের সভাপতি/সাধারন সম্পাদক সহ অংঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, হামলা করে গণতন্ত্র রক্ষার আন্দোলন বন্ধ করা যাবেনা। বর্তমান সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তারা উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকার ও প্রশাসনের কঠোর সমালোচনা করেন। এছাড়া, সরকার পতনের আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।