২১ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ৪০ গ্রাম গাঁজাসহ জুয়েল হাওলাদার(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । এসময় তার ব্যাটারি চালিত অটো জব্দ তালিকায় দেখানো হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পাঁচ রাস্তা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জুয়েল হাওলাদার(২৭) উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে ।
শনিবার এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । মামলা নং -১৪।
এজাহার সূত্রে জানাযায় , শনিবার রাত সাড়ে ৯টার দিকে রহমতপুর মীরগঞ্জ সড়কের পাঁচ রাস্তা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ থানার এস আই জহিরুল ও এ এস আই রেজাউল । এসময় জুয়েল নামের অটোচালকে সন্দেহ হলে গাড়ি থামিয়ে তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়।
এ এস আই রেজাউল বলেন, জুয়েল অটোচালক হলেও দীর্ঘ দিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছে । সে এলাকায় অটো চালিয়ে মাদক সরবরাহ করে থাকে।