২১ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবারও বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। এরমধ্যে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক আলমগীর কবীর। এর আগে তিনি পুলিশ সুপার কার্যালয়ে ডিআইওয়ান হিসাবে দায়িত্বে ছিলেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার সাহা। তিনি চুয়াডাঙ্গা কোট পুলিশের পরিদর্শক ছিলেন। জীবননগর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসান। তিনি এর আগে কুষ্টিয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। অন্যদিকে দামুড়হুদা মডেল থানার (ওসি) সাইফুল ইসলামকে পুলিশ পরিদর্শক চুয়াডাঙ্গা সদর ডিএসবি, দর্শনা থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদকে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ও জীবননগর থানার (ওসি) নাসির উদ্দিন মৃধাকে ইন্সপেক্টর কোট,চুয়াডাঙ্গা সদরে বদলির আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য গত ৩০ এপ্রিল নতুন কর্মস্থলে ৩ থানায় বদলী হয়ে আসার প্রায় ৩ মাসের মাথায় পূনরায় এরা বদলীর আদেশ পেলেন।