২১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলমকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
মো. রাফিউল আলম ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ৩০ সেপ্টেম্বর ২০২০ যোগদান করেন। বর্তমানে তিনি বদলী হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন।
এতে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপতিত্বে ও অধ্যক্ষ এস.এম.মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মো. ছদের আলী,ঘেড়েঘোট ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ভুট্টু,পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম,সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।