২১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় আরিফুর রহমান রায়হানকে মানি রিওয়ার্ড প্রদান করলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
আরিফুর রহমান রায়হান জেলা পুলিশের আউটসোর্সিং এ ইলেকট্রিক্যাল কাজ করেন পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে থাকেন।
বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মাসিক কল্যাণ সভায় তাকে মানি রিওয়ার্ড প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পুলিশের এএসআই মোঃ কবির হোসেন, কনস্টেবল মোঃ নাছির খাঁন, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, কাজী হুমায়ুন কবির ও কবির হোসেন খানের অবসর জনিত বিদায় সংবর্ধণা দেওয়া হয়। এসময় তাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।