২১ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি: নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ শে জুলাই বুধবার সকালে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন-এর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্র বিজ্ঞান) মোঃ শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিসেস ময়না বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রাণী সিকদার, অভিভাবক শারমীন আক্তার, জেসমীন খানম প্রমূখ। নারী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, গুজব ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, দুর্নীতি প্রািতরোধ, সোশ্যাল মিডিয়ার সদ্ব্যব্যবহার, শিশু বিবাহ প্রতিরোধ, অটিজম, তথ্য অধিকার আইন-২০০৯, জাতীয় আইনগত সহায়তা প্রদান ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড়শতাধিক নারী উপস্থিত ছিলেন।