২১ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ ৮ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।
মাদক সেবনের দায়ে ৮ জন মাদকসেবীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ জুলাই মঙ্গলবারভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম মাদক সেবনের অপরাধে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পুলিশ জানায়,সোমবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় ৮ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে বিচারক এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে মাদক সেবীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রেজাউল করিম (৫৪), বকুল সরকার (৮০), মেহেদুল ইসলাম (২৬), আতিয়ার রহমান (২৭), আমিরুল ইসলাম (৪৩), বাবু মিয়া (৪৫), তারাজুল ইসলাম (২৮), রাজু মিয়া (২৮)। নির্মল চন্দ্র (৩৫) ।
এদের মধ্যে ৭ জন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ও একজন ঘোড়াঘাট পৌর এলাকার বাসিন্দা।
দুটি ঘটনা নিশ্চিত করে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দিনাজপুরের পুলিশ সুপার স্যার প্রতিনিয়ত বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই অনুযায়ী আমরা নিয়মিত কাজ করছি। মাদকসেবীদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা চলমান আছে।
এ সময় ওসি আসাদুজ্জামান মাদক ও জুয়ামুক্ত সুন্দর সমাজ গড়া সহ সমাজে সুশৃক্সখল ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এলাকার জনপ্রতিনিধি সহসুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।