২১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর বাবুগঞ্জ এর আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসট্যান্ড মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায়
র্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ হোসেন, গোপালগঞ্জ মৎস্যচাষী সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি প্রসেনজিৎ দাপ অপু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, মৎস্যজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে মাইকিং, পোষ্টার, লিফলেট বিতরন ও ব্যানার স্থাপন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মত বিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি পরীক্ষা ইত্যাদি, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি পরীক্ষা ইত্যাদি, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান সহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।