২১ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : মরা গরুর মাংস বিক্রির অপরাধে বগুড়ার সোনাতলার জেলাল নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কসাই জেলাল উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান।
সোমবার (২৪ জুলাই) চরপাড়া বাজারে ‘সততা’ নামের দোকানে মাংস বিক্রির সময় দুর্গন্ধ পায় কয়েকজন ক্রেতা। তারা বিষয়টি প্রশাসনকে জানায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আকতার। ভ্রাম্যমাণ আদালতের কাছে জেলাল মাংসগুলো মরা গরুর বলে স্বীকার করে।
ভ্রাম্যমাণ আদালত ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে জেলালকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
নির্ধারিত সময়ের মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করায় জেলাল কসাইকে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।