২১ নভেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ১০ পিচ ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ হাজার টাকা।
পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত সোহেল রানা ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ২১ জুলাই বৃৃহস্পতিবার রাতে কশিগাড়ী গ্রামে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য রাস্তায় অবস্থান করছে এমন পেয়ে তার তথ্য অনুযায়ী ঘটনাস্থল গেলে পুলিশকে দেখে এক ব্যক্তি দৌঁড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে। তার পিছু নিয়ে তাকে আটক কওে পুলিশ। আটককৃতের নিকট থেকে ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।’