২১ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শামীম আহমেদ ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম আব্দুল্লাহ বলেছেন, আমরা এই সরকারের কালাকনুন ডিজিটাল আইন থেকে গণমাধ্যম সাংবাদিকদের রক্ষ করতে পারি নাই।
এই ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে আমরা কালাকানুন আইনকে স্বিকার ও সমর্থন করি না। সরকারের এই জঙ্গি আইনে ১২টি জামিন অযোগ্য ধারা রয়েছে যা দুনিয়ার কোন রাষ্ট্রে নেই তাই এই ভোটার বিহীন সরকারের কাছে আইন বাতিল করার আহবান জানাই না।
তিনি আরো বলেন, সরকার যে জাতীয় সুষ্ট নির্বাচনের কথা বলছে তার পূর্বে যে সকল গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে তা বাতিল করতে হবে।
গণমাধ্যম কর্মীদের নিপিড়ন করে আমরা সে যেই দলের লোক হোক না কেন তাদের সাথে কোন আপোস করি না। আমাদের লড়াই হচ্ছে শহীদ জিয়ার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনা।
গণতন্ত্র মুক্ত হলে এদেশে গণমাধ্যম মুক্ত হবে। তাই আসুন এই ফ্যাসিবাদ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে গণমাধ্যমকে মুক্ত করি।
আজ বুধবার (১৯ই, জুলাই) বরিশাল প্রেস ক্লাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রস্তাবিত সভাপতি আযাদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান হিরার সঞ্চলনায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের উদ্ধোধনী শেষে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক খুরসিদ আলম,(বিএফইউজে) সহ সভাপতি রাশিদুল ইসলাম,মহ সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও প্রচার সম্পাদক মাহমুদ হাসান।
সমাবেশে স্থানীয় ভাবে বক্তব্য রাখেন সাংবাদিক হুমাউন কবীর, এ্যাড, মোঃ শাহআলম, জহিরুল ইসলাম জহির,আক্কাস সিকদার,মনিরুল ইসলাম মনির, ও ফটো সাংবাদিক মুনিরুজ্জামান।
সাংবাদিক সমাবেশে বরিশাল ৬ জেলার বিভিন্ন সময়ে নির্যাতিত অর্ধাশতাধিক গণমাধ্যম কর্মী অংশ গ্রহন করে। এর পূর্বে ঢাকা থেকে আগত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে বিভিন্ন সদস্যরা ফুলের শুভেচ্ছা জানান।