২২ নভেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ জমি আছে ঘর নাই আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর প্রদানের নামে টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। দেবনগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শরিফুল ইসলাম ও হালিম উদ্দীন ঘর বরাদ্দ না পেয়ে প্রতারনার শিকার হয়ে ২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানাযায় দেবনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য তাহেরা বেগম ভুক্তভোগীদের জানান উপজেলা নির্বাহী অফিসার তাকে ১২টি সরকারি ঘর বরাদ্দ দিয়েছে। সকল উপকারভোগী ঘরের মালামাল পরিবহনের জন্য টাকা দিয়েছে। তোমরা যদি ঘর নিতে চাও তাহলে মালামাল পরিবহনের খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে হবে। এমন কথা শুনে খুশিতে তারা রাজি হয়ে যায়। কয়েকদিন পর ইউপি সদস্য’র স্বামী আঃ হাকিম তাদের কাছে টাকা চাইলে ভুক্তভোগীরা ছাগল বিক্রি সহ আত্মী-স্বজনের নিকট ধার-দেনা করে ২০ হাজার প্রদান করেন। পরবর্তীতে ঘরের মালামাল না পৌছালে নানান অজুহাতে ইউপি সদস্য ও তার স্বামী কালক্ষেপন করতে থাকে। দীর্ঘ প্রায় ১ বছরেও কোন ঘর বা মালামাল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বারবার ইউপি সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণা পূর্বক টাকা গ্রহণের লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে ফোনে মহিলা ইউপি সদস্যা তাহেরা বেগম ও তার স্বামী আঃ হাকিম এর নিকট জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করে বলেন আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে টাকা নিয়েছি অভিযোগটি সম্পুর্ন ভিত্তিহীন।
দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী জানান, ইউপি সদস্য তাহেরা বেগম টাকা নিয়েছে অভিযোগটি মিথ্যা। আমার কাছে পাথরের ব্যবসার লেন-দেনের টাকা পাবে ইউ’পি সদস্য’র স্বামী অভিযোগ দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বললেন, দেবনগর ইউ’পি সদস্যের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার বিষয়ে টাকা গ্রহণ একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন আছে।