২২ নভেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল- ৩ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয়পার্টিকে ঢেলে সাজাতে নেতাকর্মীকে আহবান জানান। তিনি আরো বলেন বতর্মান সরকারের আমলে বাবুগঞ্জ- মুলাদী উপজেলায় যে সব উন্নয়নমূলক কাজে বরাদ্দ দিয়েছেন তা সঠিকভাবে কাজ করা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন জাতীয় পার্টি সব সময় মানুষের নিরাপত্তা দিয়ে আসছে তাই সাধারন মানুষ জাতীয় পার্টি কে ভালোবাসে বলেই মানুষ বার বার জাতীয়পার্টিকে ভোট দেয়।
শনিবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়পার্টির কর্মী সভায় প্রধান অতিথি বক্তবব্যে তিনি এসব কথা বলেন।
কেদারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক সোহেল হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয় টিপু।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জাপার সভাপতি মুকিতুর রহমান কিসলু,সাধারন সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, মোঃ ফেরদৌস হাসান মাছুম, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বিশ্বাস, মোঃ মুসা আলী, আঃ সালাম প্রমূখ।