২২ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
অবশেষে নলছিটির সেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বদলী

অবশেষে নলছিটির সেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বদলী

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.রুহুল আমিনকে অবশেষে বদলী করা হয়েছে। ১৩ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে আরও জানানো হয় ১৭ জুলাইয়ের মধ্যে বদলীকৃত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় যোগদান না করিলে ১৮ জুলাই সে ষ্টান্ড রিলিজ বলে গন্য হবে। তিনি ২০২০ সালের আগষ্টের ২৩ তারিখ নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছিলেন।

এর আগে তার বিরুদ্ধে অফিস খরচ দেখিয়ে শিক্ষকদের নিকট হতে টাকা আদায়,ল্যাপটপ বিতরণের অনুষ্ঠানের নামে ১১৫টি স্কুল থেকে দুইশত টাকা করে আদায়, প্রতিবছর স্লিপ ফান্ডের বরাদ্দকৃত ২৫ হাজার টাকা অনুমোদনের জন্য অফিস খরচ বাবদ ৬ শত টাকা করে আদায়, ক্ষুদ্র মেরামত বাবদ প্রতি স্কুল থেকে ৫/১০হাজার টাকা পর্যন্ত আদায়। স্কুল বাউন্ডারি বরাদ্ব এনে দেয়ার নামে ১৫/২০ হাজার টাকা চুক্তিতে নেয়া । যারা টাকা দেয় তাদের সুপারিশ করা সহ ২০২৩ সালে ৫৫ জন নবনিযুক্ত শিক্ষকের কাজ থেকে ১ হাজার টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে।

এছাড়া শ্রান্তি বিনোদন ভাতা প্রতি তিন বছর পরপর বিগত দিন থেকে ৫ শত টাকা করে আদায় করেছেন। যারা পায় সেই সকল শিক্ষকদের নিকট হতে। শিক্ষা অফিসের বাৎসরিক অফিস কনটিজেন্সি যথাযথ ভাবে খরচ না করে আত্মসাৎ করেন। উপজেলা আন্তক্রীয়া বরাদ্দ ১৬ হাজার টাকা ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ ৪ হাজার টাকা শিক্ষা অফিসার উত্তোলন করে আত্মসাৎ করেন। শিক্ষা অফিসারের দাবিকৃত টাকা বিভিন্ন সময় না দেয়ায় মালোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মলিনা রানি গোস্বামী ও পূর্বচরকয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্লিপের টাকা আটকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শিক্ষকদের অনলাইন বদলীতে অনিয়মসহ নানান বিষয় নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ভুক্তভোগীরা একাধিক অভিযোগ করেছেন যেগুলো এখন তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা মো.রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019