২২ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই (শুক্রবার) বিকালে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত আলোচনা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের সাংসদ,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে দোয়া মোনাজাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাবুল আকন, যুগ্ম আহবায়ক ও মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক ও চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আলাউদ্দিন রাজ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনির মাস্টার , সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ কাজী মেজবাহ উদ্দিন সজল, সাধারণ সম্পাদক মোঃ নয়ন হোসেন, কেদারপুরে ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম,
রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ জেলানি সাজওয়াল , সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা,মাধবপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোবাশ্বের আলী, যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য মোঃ বশির শিকদার,সাজাহান বাদসা,
বাবুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সমাজের আহ্বায়ক মইদুল ইসলাম মুন্না, রহমতের ইউনিয়ন ছাত্র সমাজের আহবায়ক মোঃ রাকিব হোসেন, জাতীয় ছাত্র সমাজ চাঁদপাশা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানের আগে মাধবপাশা ইউনিয়ন থেকে মোঃ হালিম গাইন, মোঃ মোজাম্মেল মোল্লা, চাদপাশা ইউনিয়ন থেকে মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোঃ কালু মাঝি, মোঃ শহিদুল ইসলাম খলিফা, মোঃ মুরাদ শরীফ, মোহাম্মদ জামাল হোসেন খান, মোঃ শামীম বেপারীর নেতৃত্বে শতাধিক নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগদান করেন।