২২ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৩ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার
বহুনির্বাচনি (MCQ) এবং পরীক্ষার্থীদের (OMR Sheet) পূরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় বিধায় (OMR Sheet) অনুযায়ী নিয়মাবলির সাথে পরিচিত করার লক্ষ্যে আজ ১১ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ১০ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিলসেড এ বিএমপি, বরিশালের পরীক্ষার্থীদের অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়।
অনুশীলন সেশনে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।এ সময় তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী [কনস্টেবল/নায়েক হতে এএসআই(নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পরীক্ষার্থীদের বহুনির্বাচনি (MCQ) এবং পরীক্ষার্থীদের (OMR Sheet) সঠিক ভাবে পূরণ সংক্রান্তে বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব রুনা লায়লা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও পরীক্ষার্থীগণ।