২২ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়)) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় হিরোইন সহ মাদকসেবীকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সোহগ চন্দ্র সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সময় মাদকদ্রব্য সেবনের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা ইউনিয়নের পাগলীডাঙ্গী গ্রামের হাইওয়ের পার্শ্বে মাসুদ রানা (২৮)’র বাড়িতে অভিযান করা হয়। এসময় তাকে হাতনাতে আটকের পর দেহ তল্লাশি করে প্রায় ২ গ্রাম হিরোইন জব্দ করা হয়। সে ঐ এলাকার আবু সামাদ এর পুত্র।
হিরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ বর্ণিত আইনের তপশিল ‘ক’ শ্রেণির ৪ নং ক্রমিকভুক্ত মাদক হিরোইন সংরক্ষণের দায়ে এবং আসামি কর্তৃক অপরাধ স্বীকার করায় উক্ত ধারা ৯ এর উপ-ধারা (১) এর দফা (খ) লঙ্ঘনের অপরাধে বর্ণিত আসামিকে উক্ত আইনের ৩৬ ধারার ০১ উপধারাস্থ সরণির ০৮ নং ক্রমিকের ৩ নং কলামের (ক) অনুচ্ছেদ অনুযায়ী ১ বছরের কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার এএসআই পরিতোষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন উপস্থিত ছিলেন।