২০ নভেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের সঙ্গে চুক্তি করেছেন তামিম ইকবাল। আগামী মৌসুমে বরিশালের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তিনি।
ফরচুন বরিশাল ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর ঘোষণা করায় গত দু’দিন ক্রিকেট অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। শুক্রবার অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসর প্রত্যাহার করেছেন।
বিপিএলের গত মৌসুমে ফরচুন বরিশালে খেলেছেন সাকিব আল হাসান। দলটির আইকন খেলোয়াড় ছিলেন তিনি। তার নেতৃত্বে তারকাভরা দলটি আসরের ফাইনালেও খেলেছে।
কিন্তু ফাইনাল হারের পর ফরচুন বরিশালের ফেসবুক পেজে এক পোস্ট দেওয়া নিয়ে তৈরি হয় ‘ভুল বোঝাবুঝি’। আগামী মৌসুমের জন্য সাকিব রংপুর রাইডার্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।