২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : সিরিয়ার একটি সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলা চালানোয় ১৭ জন নিহত হয়েছেন। একাধিক সীমান্ত পোস্টে হামলায় এ নিহতের ঘটনা ঘটেছে। খবর বার্তাসংস্থা এএফপির।
জানা গেছে, তুর্কি সামরিক বাহিনী মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির একাধিক সীমান্ত পোস্টে হামলা চালায়। এ বিষয়ে সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিন জন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছে।
সানা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালিত সামরিক ফাঁড়িতে যেকোনো আক্রমণের প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’
অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে তাদের একজন সেনা নিহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সঙ্গে যুক্ত কী না তা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া দীর্ঘ দিন যাবত গৃহযুদ্ধে বিপর্যস্ত। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।