২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ দুর্নীতির নানা অভিযোগে গত মে মাসে দেশ থেকে পালিয়ে যাওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরছেন। আগামী ২৪ আগস্ট থাইল্যান্ড থেকে কলম্বোতে ফেরার কথা রয়েছে তার।
আজ বুধবার দেশটির সাবেক একজন রাষ্ট্রদূত স্থানীয় গণমাধ্যম নিউজফার্স্টের বরাত দিয়ে এ তথ্য জানান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী সপ্তাহে দেশে ফিরছেন—এমন তথ্য দেন রাশিয়ায় নিযুক্ত শ্রীলংকার সাবেক রাষ্ট্রদূত উদয়ঙ্গা বীরাতুঙ্গা।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। এরপর তিনি ইমেইলে মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।
প্রসঙ্গত, শ্রীলংকার বর্তমানে বিশ্বব্যাংক, আইএমএফ ও বিভিন্ন দেশের কাছে ঋণ রয়েছে ৫১০ কোটি ডলার। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় নেমে যাওয়ায় গত মাসের শরুতে নিজেদের দেউলিয়া ঘোষণা করেন দেশটি।