২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উন্নয়নের ধারাকে প্রশংসায় ভাসিয়ে পাকিস্থানের কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার কলকাতায় ‘প্রজেক্ট-১৭’ এর আওতায় কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘আইএনএস দুনাগিরি’ উদ্বোধন করতে এসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের সমালোচনা করেন। রাজনাথ সিং বলেন, ‘পাকিস্তানের উচিত নিজেদের আত্মবিশ্লেষণ করা এবং বাংলাদেশের কাছ থেকে এ ব্যাপারে শিক্ষা নেওয়া।’

তিনি বলেন, ‘যেভাবে বাংলাদেশ উন্নতির দিকে অগ্রসর হয়েছে, তাতে প্রতিবেশী দেশ হিসাবে ভারত আনন্দিত ও খুশি। ধর্মীয় উন্মাদ, কট্টরপন্থী, সংকীর্ণতা পেছনে ফেলে আধুনিকীকরণ, সংযম, ধর্মনিরপেক্ষতা, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা বিশ্বের বহু দেশের কাছে আদর্শ হতে পারে।’

এ প্রসঙ্গে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রসঙ্গটিও উত্থাপন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। নাম না করে তিনি বলেন ‘…অপরদিকে আমাদেরই আরেকটি প্রতিবেশী রাষ্ট্র আছে, যে ধর্মান্ধতা, কট্টরপন্থী, সংকীর্ণতার কারণে নিজেরাই ডুবে আছে। ওরা নিজেরাই দারিদ্রতা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জর্জরিত আছে এবং ভারতকেও সমস্যা ফেলছে। বাংলাদেশের থেকে তাদের (পাকিস্তান) অনেক কিছু শেখার আছে এবং তাদের (পাকিস্তান) নিজেদের আত্মবিশ্লেষণ করা উচিত।’

বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে রাজনাথ বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা বিষয়ে ভারত সর্বদা বাংলাদেশের পাশেই আছে, আগামীতেও থাকবে।’

তিনি বলেন, ‘ভারত উত্তরোত্তর যে শক্তি বাড়াচ্ছে তা শুধু নিজেদের জন্য নয়, বন্ধু রাষ্ট্রদের জন্যও। আমার বিশ্বাস এর ফলে আমাদের সম্মিলিত শক্তি আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে সেই শক্তি মিত্র রাষ্ট্রদের সাহায্যের জন্যও কাজে লাগবে। ভারত প্রতিবেশী শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ভুটানের সঙ্গে সু সম্পর্ক রেখে চলেছে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে ভারত তার পাশে আছে। শ্রীলঙ্কাকে যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করছে ভারত।’

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন একটা সময়ে এই মন্তব্য করেছেন যখন বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এসময় মন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ক্রীড়া ও শিক্ষা সচিব রিয়াজুল ইসলাম।

শুক্রবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেডের ‘ফ্রিগেট’ (ছোট রণতরী) উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী। যার নাম ‘আইএনএস দুনাগিরি’। এদিনই হুগলি নদীর জলে ভাসানো হয় এই জাহাজ। উদ্বোধনের পরেই রওনা হয় মুম্বইয়ের উদ্দেশে। সেখানে আধুনিক সমরাস্ত্রে সাজানো হবে জাহাজটিকে। এর আগেও ‘আইএনএস দুনাগিরি’ নামে একটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনায় ছিল। পুরোনো হয়ে যাওয়ায়, সেটিকে ডিকমিশন করে ভারতীয় নৌবাহিনী। ইতিহাস ধরে রাখতে তাই নতুন ফ্রিগেটটিকেও ওই একই নাম দেওয়া হয়েছে। পি১৭এ শিবালিক ক্লাসের স্টেলথ রণতরীর মূল বিশেষ্যত্ব হলো এটি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। আইএনএস দুনাগুরির ওজন প্রায় ৬৬০০ টন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019