২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্ক
ভারত জনসংখ্যার দিক থেকে ২০২৩ সালে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে। সোমবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘৮০০ কোটির পৃথিবী: সবার সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।’
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ নভেম্বরের দিকে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির এই সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এই গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও বলেন, এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতির ঘাটতিরই প্রতিফলন।
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সংস্থা ভবিষ্যদ্বানীতে জানায়, ১৯৫০ সাল থেকে বিশ্ব জনসংখ্যা ধীর গতিতে বাড়ছে। এরপরও ২০৩০ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া ২০৮০ সালে এই জনসংখ্যা এক হাজার কোটির মাইলফলক অতিক্রম করবে।