২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নে পশ্চিম ক্ষুদ্রকাঠি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহমতপুর ইউনিয়নের পশ্চিম ক্ষুদ্রকাঠি গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ওয়ার্কাস পার্টির নেতা হানিফ, সাংবাদিক রুবেল সরদার প্রমুখ।
এ বিষয়ে শাহিন হোসেন বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। আগামীতে আবারও এ খেলার আয়োজন করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান।
অতিথিবৃন্দ বিজয় ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে।
উল্লেখ্য ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দল নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে সৌরভ কিং দল ১-০ গোলে নোমান ফাইটার্স কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।