২১ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে পার্লামেন্টের (জাতীয় পরিষদ) অধিবেশন শুরু হয়েছে। পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি অধিবেশনের এই সেশন পরিচালনা করছেন।
পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর দুই দিন পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হলো। সোমবার কোরআন তেলওয়াতের মাধ্যমে এই সেশন শুরু হয়। খবর ডনের।
পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) শাহবাজ শরিফ ইমরান সরকারের বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী প্রার্থী। অন্যদিকে সদ্য সাবেক হওয়া ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধানমন্ত্রী প্রার্থী।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শাহবাজ শরিফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী দেওয়া সত্ত্বেও পার্লামেন্টের সেশন শুরুর কয়েক মিনিট আগে পিটিআই ঘোষণা করে, দলটির পার্লামেন্ট সদস্যরা গণপদত্যাগ করবেন। ধারণা করা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী কুরেশিও পদত্যাগ করবেন। যদিও এখন পর্যন্ত এই সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।