২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে একজন ‘মার্কাস ব্রুটাস’ চান যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়ায় কি একজন ব্রুটাসও নেই, বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি। ব্রুটাস রোমান শাসক জুলিয়াস সিজারের হত্যাকারীদের অন্যতম হোতা। মূলত জুলিয়াসের মতোই পুতিনকে হত্যার আহ্বান জানিয়েছেন মার্কিন এ রাজনীতিবিদ।
পুতিনকে হত্যা করতে রাশিয়ার জনগণের প্রতিও আহ্বান জানান লিন্ডসে। তিনি বলেন, এই কাজে দেশটিরই কাউকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনে রাশিয়ার হামলা বিষয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজ টিভি হোস্ট শন হ্যানিটিকে তিনি বলেন, এই সংকট কীভাবে শেষ হবে। রাশিয়ারই কাউকে এগিয়ে আসতে হবে। তাদেরই কাউকে এই লোকটিকে (পুতিনকে) শেষ করে দিতে হবে।
পুতিনকে মেরা ফেলার এই আহ্বান তিনি বার বার করেন। টিভি সাক্ষাৎকারের পরে একাধিক টুইটেও তিনি একই আহ্বান জানান। বলেন, এই কাজটি করতে পারে একমাত্র রাশিয়ার জনগণই।
তখনই তিনি রোমান শাসক জুলিয়াস সিজারের হত্যাকারীদের অন্যতম হোতা তারই (জুলিয়াস সিজার) বন্ধু মার্কাস ব্রুটাসের প্রসঙ্গ টানেন। রাশিয়ায় কি একজন ব্রুটাসও নেই, প্রশ্ন করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী লিন্ডসে এও বলেন, রুশ সামরিক বাহিনীতে কী একজন সফল কর্নেল স্টাফেনবার্গও নেই। যদি একজন সফল স্টাফেনবার্গ থাকতেন! কর্নেল স্টাফেনবার্গ ছিলেন একজন জার্মান অফিসার, যিনি ১৯৪৪ সালে বোমা মেরে এডলফ হিটলারকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন।
রাশিয়ার জনগণকে এই সিনেটর বলেন, আপনার দেশকে আপনাকেই রক্ষা করতে হবে। এবং এভাবেই বিশ্ব রক্ষা পাবে। মহান এক সেবা পাবে বিশ্ব।
সিনেটর লিন্ডসে গ্রাহাম বিশ বছরেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন। কখনও কখনও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ইউক্রেন সংকটের শুরুতে তিনিই যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তার সামরিক বাহিনীর কমান্ডারদের প্রতি নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।
ইউক্রেন বলছে, দেশটিতে গত এক সপ্তাহে পুতিনের আক্রমণ শুরু হওয়ার পর অন্তত ৩৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন ১০ লাখেরও বেশি মানুষ। যদিও মস্কো দাবি করছে, এই অভিযানের লক্ষ্যবস্তু বেসামরিক এলাকা নয়।