২১ নভেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
রাশিয়ার সামরিক অভিযানের তৃতীয় দিন দেশটির অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বিশ্ববাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। খবর বিবিসির।
দিমিত্রো কুলেবা তার টুইট বার্তায় লিখেন, আমি বিশ্বের কাছে দাবি করছি, রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন, রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন, তেল কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করুন, রাশিয়ার অর্থনীতি ধ্বংস করুন। রাশিয়ান যুদ্ধাপরাধীদের থামান!
ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে রাশিয়ার উপর পশ্চিমাদের এ নিষেধাজ্ঞা এখন পর্যন্ত এই দেশটির জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে।