২১ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
রাশিয়ার বাহিনী বেসামরিক স্থানে হামলা জোরদার করেছে বলে জানিয়েছে ইউক্রেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম ডেনিশেনকো রয়টার্সকে বলেন, রাশিয়া বলছে তারা বেসামরিক স্থানে হামলা চালাচ্ছে না। কিন্তু গত ২৪ ঘণ্টায় ৩৩টি বেসামরিক স্থানে হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।