২১ নভেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
রাশিয়ার বাহিনী কিয়েভ দখলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর ক্রেমলিন বলেছে, ইউক্রেনের সঙ্গে তৃতীয় কোনো দেশে আলোনায় বসতে তারা প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নোভোস্তি শুক্রবার এ খবর দিয়েছে।
দিমিত্রি পেসকভের বলেছেন, আলোচনা করতে চাইলে বেলারুশের রাজধানী মিনস্কে তা হতে পারে।
তবে তিনি বলেছেন, তার আগে ইউক্রেনকে একটা ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করতে হবে–যার অন্তর্ভুক্ত থাকবে ‘বেসামরিকীকরণ’।
পেসকভ বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রতিনিধিদের একটি দল মিনস্কে পাঠাতে প্রস্তুত।’
দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোল্যাক বলছিলেন যে রাশিয়া যদি মস্কোতে আলোচনা করতে চায়, এতেও তারা প্রস্তুত আছেন।
তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন যে ইউক্রেনের সামরিক বাহিনী আত্মসমর্পণ করলেই তারা আলোচনায় বসতে প্রস্তুত।
রাশিয়ান সামরিক বাহিনী জানায়, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি বিমানবন্দর দখল করেছে। তাদের দাবি, কিয়েভ পশ্চিম ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।