২১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আবুল কাশেম রুমন,সিলেট: মো. জদু মিয়া দীর্ঘ দিন ধরে মানুষের সেবা করে আসছেন। এলাকাবাসীর অনুরোধে এবার ইউপি নির্বাচনে মেম্বার হয়েছে শরীরে নানা রোগে বাদা এ মানুষটি। কিন্তু সোমবার ৩১ জানুয়ারী সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে মেম্বার পদপ্রার্থী মোঃ জদু মিয়া (৫২) নিজের ভোট দিয়ে বাড়ি ফিরেন ১১টার সময় নিজ বাড়িতে পৌছার পরই মারা যান তিনি। মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছিলেন।
জানা যায়, মেম্বার প্রার্থী জদু মিয়া গত কিছু দিন যাবৎ কিডনী জনিত রোগে ভোগছিলেন। নির্বাচনি প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণা করে অসুস্থ হয়ে গত ৫দিন যাবৎ বিছানায় ছিলেন। সকালে আত্মীয় স্বজন সবাইকে ভোট কেন্দ্রে যেতে বলেন এবং নিজে যান। পরে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভোটারা তার বাড়িতে একনজরে দেখার জন্য ছুঁটে যান।