২১ নভেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
সিলেটে করোনা রোগী শনাক্ত ৭৬৯ জন

সিলেটে করোনা রোগী শনাক্ত ৭৬৯ জন

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের ঘরে-ঘরে জ্বরে আক্রান্ত হয়েছে পড়ছেন নারী-পুরুষ ও শিশুরা। সরকারি ও বেসরকারি হাসপতালে জ্বরের রোগী ভিড় করতে দেখায়। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২৭ জানুয়ারী পর্যন্ত) ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমকি ১৩ শতাংশ। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত সিলেট জেলার ১ জন মারা গেছেন। এছাড়া, হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৫ জন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ২০১৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত ৭৬৯ জনের
করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭০ জন, ওসমানী হাসপাতালের ৫০ জন, সুনামগঞ্জ জেলার ৩৬ জন, হবিগঞ্জ জেলার ৭১ জন ও মৌলভীবাজার জেলার ১৪২ জন। সিলেট জেলায় শনাক্তের হার ৩৫ দশমিক ৯৪ শতাংশ, সুনামগঞ্জ জেলায় ৩৫ দশমিক ২৯ শতাংশ, হবিগঞ্জ জেলায় ৪৮ দশমিক ৯৭ শতাংশ ও মৌলভীবাজার জেলায় ৪৩ দশমিক ৯৬ শতাংশ।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩২ জনের মধ্যে ২১ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ৮ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন। সুস্থ হওয়াদের মধ্যে ২৮ জন সিলেট জেলার, ৮০ জন হবিগঞ্জ জেলার ও ৭ জন মৌলভীবাজার জেলার।
বর্তমানে চার জেলার হাসপাতালে ভর্তি ১৯২ জনের মধ্যে সিলেট জেলার ১৩৬ জন, সুনামগঞ্জ জেলার ২৬ জন,হবিগঞ্জ জেলার ৩ জন ও মৌলভীবাজার জেলার ২৭ জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১১ জন। এছাড়া, সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি ১৪ জন রোগীর মধ্যে করোনা সন্দেহজনক ৪ জন ও পজিটিভ ১০ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮০ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জের ৪৯ জন ও মৌলভীবাজারের ৭২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৬০ হাজার ৭৪৬ জন। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৩২ হাজার ৪২৩ জন, ওসমানী হাসপাতালে ৫হাজার ৪০৫ জন, সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৬৪ জন, হবিগঞ্জ জেলায় ৭ হাজার ২১২ জন ও মৌলভীবাজার জেলায় ৯ হাজার ১৪২ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৫০ হাজার ৯৪৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019