২১ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বর্ষসেরার তালিকায় সাকিব

বর্ষসেরার তালিকায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছর শুরু হবে আগামীকাল। ২০২১ সালে ওয়ানডেতে বেশ ভালো সময় কাটিয়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের মোট ১২ ম্যাচ খেলে জয় ৮ এবং হার ৪। চার সিরিজের তিনটিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে।

হেরেছে নিউজিল্যান্ডের কাছে। টাইগারদের এই পারফরম্যান্সে ব্যাট ও বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। সেজন্য তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার ইয়ামেনান মালান।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিচারে আইসিসি অ্যাওয়ার্ডস প্যানেল এই তারিখ তৈরি করেছে। এর আগে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ ও নিউজিল্যান্ডের কাইলি জেমিসন এবং টি-২০ ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৬-১৭ জানুয়ারি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবে আইসিসি। সাকিব চলতি বছর ৯ ওয়ানডে খেলে ৩৯.৫৭ গড়ে রান করেন ২৭৭।
সর্বোচ্চ ৯৬* এবং হাফসেঞ্চুরি ৪টি। বল হাতেও উইকেট নিয়েছেন ১৭টি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সাকিব সিরিজ সেরা হন। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ওয়ানডেতে ৭০৫ রান করেন। সর্বোচ্চ ১৩১*, সেঞ্চুরি ৩টি ও হাফসেঞ্চুরি ২টি।
দক্ষিণ আফ্রিকার ইয়েমেনান মালান ৮ ম্যাচে ৫০৯ রান করেন। সর্বোচ্চ ১৭৭* এবং সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ২টি করে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৬ ম্যাচে রান করেন ৪০৫ এবং সর্বোচ্চ ১৫৮। সেঞ্চুরি ২টি এবং হাফসেঞ্চুরি ১টি। বিশ্বেও অন্যতম সেরা অলরাউন্ডারকে ওয়ানডে মনোনয়ন দিয়ে আইসিসি বার্তায় লিখেছে- ‘এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের শাস্তি কাটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে নিজের প্রত্যাবর্তনী সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তুলনামূলক খারাপ কেটেছে। টানা দুই সিরিজে সেরা হন। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেন। ’

সংশ্লিষ্ট সংবাদ
বর্ষসেরার তালিকায় সাকিব
ওয়ানডে বর্ষসেরা মনোনয়নে সাকিব
সাকিবের দলে ইউনিভার্স বস
বরিশালে সাকিব ঢাকায় তামিম
বিপিএলের প্রথম আসরে সেরা সাকিব

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019