২১ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
শেষ হয়ে যাচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের আরও একটি বছর। বছরের শেষ প্রান্তে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের নাম জানানোর উদ্যোগ নিয়েছে। যেখানে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান।
আজ এক বিজ্ঞপ্তিতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।
এ তালিকায় বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাকিব সাথে আরও রয়েছেন পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
উল্লেখ্য, ২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে।
১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।