২১ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
র্যাবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা এটি আসলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, উৎসাহিত করছে।’
বুধবার দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘যাদের দেশে নির্বাচনের ফল মেনে নিতে না পেরে সংসদে হামলা হয়, সেখানে ঘেরাও করে পুলিশসহ কয়েকজনকে হত্যা করা হয়, তারা কি অন্য দেশকে গণতন্ত্রের ছবক দেওয়ার অধিকার রাখে’, প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী।
ফলো করুন-
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে গণতন্ত্র সম্মেলন হয়েছিল, গণতন্ত্র সম্মেলনে পাকিস্তানসহ অনেককে দাওয়াত করা হলো। অথচ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন। কারণ যুক্তরাষ্ট্রের সংসদে যেভাবে হামলা ও কয়েকজনকে হত্যা করা হয়েছিল এমন ঘটনা কখনো বাংলাদেশে হয়নি।’
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র, তাদের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সাথে আমাদের সহযোগিতা রয়েছে। তাই আমাদের বন্ধুপ্রতীম এই রাষ্ট্রকে অনুরোধ জানাবো, যারা এদেশের স্বাধীনতা চায়নি, এদেশের উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে ঈর্ষান্বিত তাদের কথায় যেন তারা প্রভাবিত ও বিভ্রান্ত না হয়। এটিই থাকবে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর তথা মুজিববর্ষে আমাদের প্রত্যাশা।’
তিনি বলেন, ”মানুষের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার প্রাণ। বঙ্গবন্ধু বাঙালিকে এমনভাবে উদ্দীপ্ত করেছিলেন মানুষ নিজের প্রাণকে হাতের মুঠোয় নিয়ে দেশের তরে যুদ্ধে গেছেন। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দেশের জন্য জীবন দিয়েছেন। শুধু ভারতীয় ইতিহাসে নয়, এরকম নেতা বিশ্ব ইতিহাসে বিরল।”
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা যখন বিশ্ব ইতিহাস পড়ি, অনেক যুদ্ধের কথা শুনি। সেসব যুদ্ধ হয়েছে এক সেনাবাহিনীর সাথে আরেক সেনাবাহিনীর। কিন্তু সেনাবাহিনীর সাথে এরকম জনযুদ্ধ সংগঠিত করা এবং লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করা- এটি বিশ্ব ইতিহাসে বিরল। সেইজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নয়, তিনি বিশ্ব ইতিহাসেও একজন বিরল নেতা।’
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহর সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, এটিএম পিয়ারুল ইসলাম প্রমুখ।