২১ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্ক
ভারত, পাকিস্তানসহ ছয়টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
তবে প্রবেশের পর নাগরিকদের সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইনে থাকতে হবে পাঁচদিন। এর আগে, গেল ফেব্রুয়ারিতে কোভিডের কারণে বিশ্বের ২০টি দেশের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব।
করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের ২০টি দেশের নাগরিকদের ওপর সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় এর মধ্যে বৃহস্পতিবার ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও মিশরের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।