২১ নভেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সৈয়দ মুন্তাছির রিমন-(প্যারিস) ফ্রান্সঃ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিক একাংশ শহীদ জিয়ার আদর্শ্যে অনুপ্রানিত হয়ে “তারুণ্যে যারা অকুতভয়,তারই আনবে সূর্যোদয়” শ্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। তারই ধারাবাহিকতায় ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাখা কর্তৃক গতকাল রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আরিফ হাসান। যুগ্ন-সাধারণ সম্পাদক নাঈম আহম্মেদের পরিচালনায় সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক ইমরোজ হোসেন।
এসময় বক্তারা দলের বিভিন্ন রাজনৈতিক সমস্যা তুলে ধরেন। এতে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন বালা, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, রোকনুজ্জামান, মিজানুর রহমান বাদশা, দেওয়ান ওয়ালিদ প্রমূখ।