২১ নভেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
নতুন করে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে করোনার বিস্তার ঠেকাতে চীনে বিয়ের অনুষ্ঠান বাতিল এবং অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম দ্রুত করার নির্দেশ দিয়েছেন বেইজিংয়ের কর্মকর্তারা।
রাজধানীতে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিক গেমসের আগেই সংক্রমণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপপ্রধান পাং শিংহু শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাসিন্দাদের উচিত ‘বিয়ে স্থগিত রাখা, অন্ত্যেষ্টিক্রিয়া সংক্ষেপ করা, ভোজের আয়োজন করবেন না এবং অপ্রয়োজনীয় জমায়েত কম করবেন না।
’
বেইজিংয়ের উপপ্রচার প্রধান জু হেজিয়ান বলেছেন, পর্যটন স্পটগুলোতে লোকের সমাগম আরও সীমিত করা হবে, নতুন খোলা ইউনিভার্সাল স্টুডিও রিসোর্ট ‘জরুরি মহামারি প্রতিরোধ অবস্থার’ আওতায় থাকবে।