২১ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
’ডু আর ডাই’ ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ইনিংসের শুরুতে ধীরলয়ে ব্যাট করতে থাকেন দুই টাইগার ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। ওমানের বোলারদের নিখুঁত লাইন-লেন্থে রান তুলতে হিমশিম খেতে হয় বাংলাদেশি ব্যাটারদের।
ব্যক্তিগত ৪ রানে প্রাণ ফিরে পান লিটন দাস। বিলাল খানের বলে ডিপ স্কয়ারে ক্যাচ তুলে দেন লিটন। তবে সেটি ধরতে ব্যর্থ হন কাশাপ প্রজাপতি। তবে এরপরও ইনিংস বড় করতে পারেননি তিনি। বিলাল খানের দুর্দান্ত ইর্য়কারে পরাস্ত হন লিটন। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি ফিরে গেছেন ৬ রান করে। এরপর ওয়ান ডাউনে নেমেছেন শেখ মেহেদী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১১ রান।
ওমানের বিপক্ষে ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। তার পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই রাসেল ডমিঙ্গো ইঙ্গিত দিয়েছিলেন এই পরিবর্তনের। একটিমাত্র পরিবর্তন নিয়েই স্বাগতিক ওমানের বিপক্ষে জয়ের লক্ষে নেমেছে টাইগাররা। এই ম্যাচেও মাঠের বাইরে স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওমান একাদশ: যতিন্দর সিং, খাওয়ার আলি, আকিব ইলিয়াস, জিশান মাকসুদ (অধিনায়ক), কাশাপ প্রজাপতি, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, স্বন্দ্বীপ গোউদ, কলিমুল্লাহ ও বিলাল খান।