২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
টিকার সুরক্ষা ভেদ করা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে আতংক।

টিকার সুরক্ষা ভেদ করা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে আতংক।

আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। করোনায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশংকায় ইতোমধ্যেই চিন্তায় রয়েছে তারা। এরমধ্যেই টিকার সুরক্ষা ভেদ করা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতংকে রয়েছে দেশটি, নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।

করোনার নতুন রূপ সি.১.২ উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। ভাইরাসটির এই নতুন রূপ টিকার সুরক্ষাও ভেদ করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। তাই ঝুঁকি নিতে না চেয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে, দেশটিতে আসা আরও সাতটি দেশের যাত্রীদের করোনা পরীক্ষায় কড়াকড়ি করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাতটি দেশের যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষার ফল ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে, তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে শুধু যুক্তরাজ্য, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর যাত্রীদের ক্ষেত্রেই এই নিয়ম চালু ছিল। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও চালু হলো নতুন নিয়ম।

করোনার এই নতুন রূপ দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এরপর থেকে, চীন, কঙ্গো, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও পাওয়া যায় সি.১.২। তাই ভারত নতুন নির্দেশিকায় জানিয়েছে, এই দেশগুলো থেকে ভারতের বিমানে তারাই উঠতে পারবেন, যাদের করোনার উপসর্গ নেই। তবে তার পরেও ভারতে আসার পর করোনা পরীক্ষা করানো হবে যাত্রীদের।

সি.১.২ নামের করোনার নতুন ভ্যারিয়েন্ট পর্যবেক্ষণ ডব্লিউএইচও। গত বুধবার (১ সেপ্টেম্বর) এ ভ্যারিয়েন্টের খবর প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ দেখা যায়। তবে ডব্লিউএইচও জানিয়েছে, এটি নিয়ে উদ্বেগের কিছু নেই। গত জুলাই থেকে এ ভ্যারিয়েন্ট নিয়ে ডব্লিউএইচও ভাইরাস ইভোলুশন ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।

ডব্লিউএইচও বলছে, বিশ্বব্যাপী করোনার সি.১.২ এই ধরনের ১০০টি সিকোয়েন্স চিহ্নিত হয়েছে। মে মাসের শুরু থেকে দক্ষিণ আফ্রিকায় এটি ছড়িয়ে পড়লেও এর ‘বিস্তার’ খুব একটা দেখা যায়নি। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের মারাত্মক বিস্তার দেখা গেছে। তবে আশঙ্কা রয়েছে এ ভ্যারিয়েন্টও টিকা প্রতিরোধী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019