২১ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
ভিয়েতনামের লকডাউনে বিশ্বের কফির বাজারে আরেক ধাক্কা।

ভিয়েতনামের লকডাউনে বিশ্বের কফির বাজারে আরেক ধাক্কা।

আজকের ক্রাইম ডেক্স
কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। বিশ্বের কফি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম অবস্থানে এশিয়ার ভিয়েতনাম। কিন্তু করোনা মহামারির দ্বিতীয় ঢেউ লেগেছে ভিয়েতনামে। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রধান শহর হো চি মি সিটিতে চলছে লকডাউন।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ায় ভিয়েতনামের রপ্তানির বড় কেন্দ্র এই শহরে চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ভিয়েতনাম রোবাস্টা জাতের কফি বিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। যা মূলত ইনস্ট্যান্ট কফি এবং এসপ্রেসো ব্লেন্ড কফিতে ব্যবহার করা হয়। চলতি বছর এখন পর্যন্ত পাইকারি পর্যায়ে এই রোবাস্টা কফি বিনের দাম বেড়েছে ৫০ শতাংশের মতো।

ভিয়েতনামের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর হো চি মিন সিটিতে চলা লকডাউনের কারণে দেশটির রপ্তানিকারকরা কফির বীজসহ অন্যান্য পণ্য পরিবহনে হিমশিম খাচ্ছেন। সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে জাহাজীকরণের জন্য বন্দর পর্যন্ত নিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে বলে জানান তারা।

এই শহর সংলগ্ন বন্দরটি বৈশ্বিক পণ্য পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত।ভিয়েতনামের কফি-কোকোয়া ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন দেশটির সরকারকে বিধি-নিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছে। যাতে পণ্য জাহাজীকরণে আর বিলম্ব না হয় এবং তাদের বাড়তি খরচ বহন করতে না হয় সেদিকটায় তারা জোর দিয়েছেন।

গত সপ্তাহে ভিয়েতনামের পরিবহন মন্ত্রী ব্যবসায়ীদের দাবির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষকে কফিসহ অন্যান্য পণ্যের পরিবহনে অপ্রয়োজনীয় বিধি-নিষেধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিয়েতনামের কৃষকরা সম্প্রতি যে ইস্যু মোকাবিলা করছে সেটাই কফি শিল্পের জন্য সবশেষ সমস্যা হিসেবে আঘাত করেছে।

এদিকে প্রিমিয়াম জাতের অ্যারাবিকা কফির শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলের কফি চাষ খরা এবং কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে আগেই।

১৯৯৪ সালের পর সবচেয়ে ভয়াবহ তুষারপাতে নন-রোষ্টেড কফির উৎপাদন খরচ গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, তুষারপাতের ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে পৌছেছে যে, কোন কোন কৃষকের আবারো কফির চারা লাগানো লাগতে পারে। এরমানে সেসব গাছে কফি উৎপাদন শুরু হতে কমপক্ষে ৩ বছর লেগে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019