২১ নভেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচনী প্রচারে সিনেমার উসকানিমূলক সংলাপ বলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মিঠুন চক্রবর্তীকে ফের তলব করা হয়েছে। শনিবার (৩ জুলাই) মহাগুরুকে তলব করল মানিকতলা থানা পুলিশ।
এর আগে তিন দফায় মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। আবার তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তবে পূর্বনির্ধারিত কাজ থাকায় মিঠুন চক্রবর্তী রোববারের জিজ্ঞাসাবাদে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে দেশটির সংবাদমাদ্যম জি নিউজ।
তাদের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিজেপির হয়ে এ রাজ্যে প্রচারের ব্যাটন হাতে তুলে নেন মহাগুরু। একাধিক সমাবেশ, রোড শো করেন তিনি। সমর্থকদের উদ্দেশে বলেন তার সিনেমার বিভিন্ন বিখ্যাত সংলাপ।
তবে সেই সংলাপই বিপদ ডেকে আনে। অভিনেতার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। মানিকতলা থানায় মামলা দায়ের হয়। সেই মামলা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে যান মিঠুন চক্রবর্তী।
তবে তার আবেদন খারিজ হয়ে যায়। উল্টো তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদে যোগ দেওয়ার নির্দেশ দেন আদালত।