২০ এপ্রিল ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সায়েম সোবহান ফের শেখ রাসেলের চেয়ারম্যান।

সায়েম সোবহান ফের শেখ রাসেলের চেয়ারম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ফের শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিজয়ী পরিচালকগণ গত মঙ্গলবার এক বৈঠকে সর্বসম্মতিতে পুনরায় তাকে নির্বাচিত করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান।

ভাইস চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

এ ছাড়া ইসমত জামিল আকন্দ ডিরেক্টর ইনচার্জ, মো. ফখরুদ্দিন ডিরেক্টর ফাইন্যান্স এবং সালেহ জামান সেলিম ডিরেক্টর স্পোর্টসের দায়িত্ব পেয়েছেন। ১৫ সদস্যের ফুটবল স্ট্যান্ডিং কমিটি ও ১১ সদস্যের টেবিল টেনিস স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে।
এর আগেও শেখ রাসেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সায়েম সোবহান আনভীর। এবার নতুন করে দায়িত্ব নিয়ে সামনের ফুটবল মৌসুমে শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফুটবলের পাশাপাশি অন্য ক্রীড়া ইভেন্টেও শেখ রাসেলের শক্তিশালী দল গঠন করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান।

শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। ক্লাবটির পরিচালনা পর্ষদের নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইমরুল হাসান বলেন, ‘দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আমার বিশ্বাস, এ কমিটি ক্লাবকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখবে। ’
শেখ রাসেল ক্রীড়া চক্র পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন নতুন ক্রীড়া ইভেন্ট সংযুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিগগিরই দেশের জনপ্রিয় খেলা ক্রিকেটে দল গঠন করতে যাচ্ছে ক্লাবটি। পাশাপাশি দাবা, ব্যাডমিন্টন, লন টেনিস এবং আর্চারির মতো ইভেন্টেও শক্তিশালী দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এ ছাড়া শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য পেইন্টিং ও আর্টস প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019