২১ নভেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
রোববার (২০ জুন) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর মনোবল বাড়াবে বলেও আশা প্রকাশ করেন সরকারপ্রধান।
এ সময় তিনি বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা প্রতিরক্ষা-নীতিমালা করে দিয়ে গেছেন। সেই নীতির আলোকে আমরা ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করে যাচ্ছি। এর ফলে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বেড়েছে। বিশ্বের সঙ্গেও তাল মিলিয়ে চলতে শিখেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশে যেমন অর্থনীতিক উন্নয়ন হচ্ছে তেমনি সামরিক বাহিনীকেও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হচ্ছে।