২১ নভেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি।
ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে হামাসের প্রতিরোধ যুদ্ধের মধ্যেই শনিবার (১৫ মে) ফোনালাপ অনুষ্ঠিত হয়।
এ সময় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সফল জবাব দেওয়ার জন্য হামাসের প্রশংসা করেন জেনারেল কায়ানি। এছাড়া ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান কায়ানি।
টেলিফোন আলাপে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জাতির সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি জানান, আল-কুদস নিয়ে বর্তমানে যে সংঘর্ষ চলছে তা মূলত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়েরই ধারাবাহিকতা।
সূত্র: পার্সটুডে