২১ নভেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের ওলিকুল শিরোমনী হযরত শাহ্পরাণ (রহ.) মাজার মসজিদে রমজানের তারাবীর নামাজের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের সন্ত্রাসী হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। ১৩ এপ্রিল (মঙ্গলবার ) রাত ৯ টায় মাজারে খাদিমে ঘরে হামলা ও ভাঙচুর তান্ডব চালায় সন্ত্রাসীরা।
এলাকাবাসীর সূত্রে জানা যায, রমজানের প্রথম তারাবির নামাজে এক পক্ষ ইমাম নিয়োগ প্রদান করে নামাজ পড়তে গেলে অপর পক্ষকে অবগত না করায় ক্ষোভে খাদিমের ঘরে হামলা চালিয়ে জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন মাজারে দায়িত্বরত খাদিম।