২১ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সিলেট প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ট্রাক কেড়ে নিল ১ যুবকের প্রাণ। ঘটনাটি ঘটে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় কুলাউড়া- বড়লেখা সড়কের ভ‚ঁয়াই নামক স্থানে। জুড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, ওই দিন রজনগর উপজেলার ইটা-চা বাগানের হাসান আলীর পুত্র শওকত আলী (৩৫) তার মোটর সাইকেল নিয়ে জুড়ীতে আসছিল। সে জুড়ীর ভ‚ঁয়াই নামক স্থানে আসার পর পেছন দিক থেকে মালবাহী একটি ট্রাক নং (ঢাকা মেট্রো-ট- ১৬-৬৯৯৬) তাকে সজোরে ধাক্কা দিয়ে সে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। সাথে সাথে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে জুড়ী থানা এস আই বাদল এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে শওকত আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়। জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী টাকের চাকায় পিষ্ট হয়ে শওকত আলী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।